ইউক্রেনের চেয়ে গাজার শিশুদের কম অগ্রাধিকার দিচ্ছে ইউনিসেফ: রাশিয়া

অন্সবিল ডেস্ক

ইউক্রেনীয় শিশুদের চেয়ে গাজার শিশুদের কম অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ। এমনটাই অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গাজায় শিশুদের নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ভাসিলি বলেন, গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুর সঙ্গে জড়িত ভয়াবহ ট্র্যাজেডি সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউনিসেফের প্রধান। এই পদক্ষেপ গুরুতর নিন্দার দাবি রাখে।
ইউনিসেফের প্রধান ক্যাথরিন এম রাসেল ইউক্রেন সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই অবস্থানে রয়েছেন বলেও অভিযোগ তোলেন রুশ দূত। তিনি বলেন, তার (রাসেল) কর্মকাণ্ড জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। তিনি জাতিসংঘের নিরপেক্ষ কর্মী না হয়ে মার্কিন নাগরিক হিসাবে কাজ করছেন।
ভ্যাসিলি নেবেনজিয়া ইউরোপীয় দেশগুলোর প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো গাজায় শিশু হত্যার জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানাতেও ব্যর্থ হয়েছে। সহিংসতা সত্ত্বেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে তারা।
তিনি বলেন, গাজার যুদ্ধ সত্যিকার অর্থে একটি লিটমাস টেস্টে পরিণত হয়েছে। এর মাধ্যমে মানবাধিকার রক্ষার নামে পশ্চিমাদের আসল দৃষ্টিভঙ্গি কী, সেটিই ফুটে ওঠে।