ঈশ্বরদীতে জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডলের গণসংযোগ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজারে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, পাবনা জেলা আমির এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন।

গণসংযোগকালে অধ্যাপক আবু তালেব মন্ডল বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরাও তাঁকে শুভেচ্ছা জানান।

গণসংযোগ শেষে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বিবিসি বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে এবং জনগণের সমর্থন নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

গণসংযোগের সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা সেক্রেটারী মো. সাইদুল ইসলাম, উপজেলা আইন ও মানব সম্পদ সেক্রেটারি হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, ওলামা সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন পান্না, পাকশী ইউনিয়ন আমির ডা. ইবনুল কায়সার রাজ, সেক্রেটারী হাফেজ সানোয়ার হোসেন শহিন, জামায়াত নেতা ও ইউপি সদস্য আবুল হাশেম, মাহমুদ হোসেন শাজাহান, কবির আহমেদ, ইউনিয়ন জামায়াত নেতা ডা. নুর এ এলাহী, হাসানুল হক মেজবাহ, হাফেজ আব্দুস সবুর, ডা. শাকিল সাজ্জাদ রনি, ১ নং ওয়ার্ড সভাপতি রাজু আহমেদ, ২ নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি মো. রিয়াজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মনিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা নান্নু, ৮ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন পিন্টুসহ পাকশী ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি ও বিভিন্ন ইউনিটের সভাপতি-সেক্রেটারিসহ দুই শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।