ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদীতে পুলিশের হাতে মহিলা শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ দেখে দৌঁড়ে পালানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার নামীয় আসামী নাসিমা বেগমকে তাড়া দিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে রাজু আহম্মেদ নামে আরেক ছাত্রলীগ নেতাও পুলিশের হাতে আটক হয়েছে।
ঈশ্বরদী পৌরসভার মধ্য অরোনকোলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে দুপুরে নাসিমা বেগম ও বিকেল ৫ টার দিকে বাঘইল এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসিমা বেগম ওই এলাকার আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছিলেন। রাজু আহম্মেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, ৫ আগষ্টের পর থেকেই তারা পলাতক ছিলেন। বোরকা পরিধান করে ব্যক্তিগত কাজে নাসিমা বেগম বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ দেখে নাসিমা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া দিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসিমা বেগমের বিরুদ্ধে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রকাশ্যে লাঠি হাতে নিয়ে হামলার অভিযোগ রয়েছে। লাঠি হাতে ছাত্র জনতার সঙ্গে মারমুখী আচরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গত ১০ বছর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করেছে এই নাসিমা বেগম। কেউ কিছু বলতে গেলে তাকে দলের প্রভাব দেখিয়ে নানা হুমকি-ধামকি দিত।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত দু’জন আসামীকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।