সেরোভ একাডেমি অব ফাইন আর্টসে ভ্যালেন্টিন সেরোভের ১৬০তম জন্মবার্ষিকী উদযাপন

সঞ্জু রায়:
ঢাকাস্থ রাশিয়ান হাউসের সহযোগিতায় সেরোভ একাডেমি অব ফাইন আর্টসে প্রখ্যাত রুশ চিত্রশিল্পী ভ্যালেন্টিন সেরোভের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ‘রাশিয়ার ঐতিহ্য’ শীর্ষক শিল্পকর্মশালা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৫টি গ্রুপের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয় এবং ২১ জন কৃতি শিক্ষার্থীকে তাদের ব্যতিক্রমী সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিশেষ স্মারক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ। তিনি পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এছাড়াও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শর্বরী রায় চৌধুরী উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং অভিনন্দন জানান।
ভ্যালেন্টিন সেরোভের শিল্পকর্মের ঐতিহ্য ও উত্তরাধিকার উদযাপনের অংশ হিসেবে তরুণ শিল্পীদের শৈল্পিক চেতনা ও উৎসর্গকে সম্মান জানিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রাশিয়ান হাউস ঢাকার উদ্যোগে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষা এবং বৈজ্ঞানিক বিনিময় জোরদার করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম অব্যাহত রয়েছে।