উপকার করার পর খোঁটা দেওয়া খুবই নিন্দনীয় স্বভাব। ইসলামে এটি কবিরা গুনাহ হিসেবে বিবেচিত। পৃথিবীতে সবাইকে সহযোগিতা নিয়ে চলতে হয়। মানুষ একে অন্যের কোনো না কোনোভাবে কাজে আসে। এই বিষয়টা যারা উপলব্ধি করতে পারে না, তারা নিজেকে বেশি উপকারী মনে করে এবং খোঁটা দিয়ে বসে। এতে তার আমল নষ্ট হয়ে যায়। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! তোমরা তোমাদের দান-সদকাকে পণ্ড করো না খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে।’ (সুরা বাকারা: ২৬৪)
উপকার শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত, পার্থিব স্বার্থে নয়। কখনও উপকার করার পর পার্থিব বিনিময় আশা করা উচিত নয়। কেউ খোঁটা দিলেই বুঝতে হবে, তার পার্থিব উপকারের আশা ছিল, সেটা সুনাম হোক বা সমাজে নিজের শক্ত অবস্থান সৃষ্টি করা হোক। এতে তার শুধু আমল নষ্ট হয় না, হেদায়াত পাওয়ার সম্ভাবনাও নষ্ট হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা, দানের কথা বলে বেড়িয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না, যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে না। ফলে তার উপমা হলো এমন একটি মসৃণ পাথর, যার ওপর কিছু মাটি থাকে, তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে পরিষ্কার করে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগানোর ক্ষমতা রাখে না। আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়াত করেন না।’ (সুরা বাকারা: ২৬৪)
তাই মুমিন ব্যক্তি কখনও খোঁটা দেওয়ায় অভ্যস্ত হতে পারে না। তাদের জেনে রাখা উচিত যে, এর প্রতিদান তারা আল্লাহর কাছে পাবেই। কেননা কোরআন বলছে, ‘আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের সম্পদ খরিদ করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত আছে এর বিনিময়ে।’ (সুরা তাওবা: ১১১)
আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ‘যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আর ব্যয় করার পর খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তারা নিজ প্রতিপালকের কাছে তাদের প্রতিদান পাবে। তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না।’ (সুরা বাকারা: ২৬২)
হাদিসে ইরশাদ হয়েছে, ‘তিন ব্যক্তি এমন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু জর (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) এ কথাটি তিন-তিনবার বললেন। আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! তারা কারা, তারা তো সর্বস্বান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল? তিনি বললেন- ১. যে ব্যক্তি পরিধেয় কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে রাখে। ২. যে ব্যক্তি উপকার করার পর খোঁটা দেয় এবং ৩. যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য চালায়।’ (মুসলিম: ১০৬)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তাওফিক দান করুন। আমিন।