ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঈশ্বরদী সরকারি কলেজ শাখার সহ-সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় পুলিশী অভিযানে হাসিবুল ইসলাম ওরফে সাব্বির (২৭) গ্রেফতার হয়েছে। হাসিবুল ইসলামকে বক্তারপুর গ্রাম থেকে ২৪ জানুয়ারী গভীর রাতে আটক করা হয়। হাসিবুল ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ভাগ্নে এবং ওই গ্রামের বেল্লাল হোসেনের পুত্র।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার ) রাতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনের গলিতে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সহ-সমন্বয়ক ইব্রাহিম রহমানকে আহত করা হয়। এঘটনায় আহত ছাত্রনেতা ইব্রাহিম গত ২৪ জানুয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শাকিল হোসেন ও রিফাত হোসেনকে নামীয় এবং আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মামলা নম্বর-৩৩।

তিনি আরো জানান, ঘটনার পর হতেই ঈশ্বরদী থানা ও ফাঁড়ির পুলিশ রাতভর যৌথ অভিযান শুরু করে। অভিযানকালে মামলার প্রধান আসামী শাকিলের অন্যতম সহচর হাসিবুল ইসলাম ওরফে সাব্বিরকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে ঈশ্বরদীতে ব্যাপক পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।