ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক ও নেতাদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধারাবাহিক হামলার প্রতিবাদে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র- জনতা।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী থানা ফটকের সামনের রাস্তায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভের সময় নানা স্লোগানে স্লোগানে এসব হামলার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা। বক্তারা এসময় পুলিশের কাজের সমালোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ, ছাত্র শিবির নেতা সজীব হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, মানাব (মাদক কে না বলি) সভাপতি মাসুম পারভেজ কল্লোল, ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি আফজাল হোসেন, আলামিন, শাওন, দিহান প্রমুখ।
এরআগে বাজারের ১নং গেট হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরদী থানার প্রধান ফটকে এসে সড়ক অবরোধ করে ছাত্ররা অবস্থান কর্মসূচি পালন করেন।