ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বহুবার হয়েছে। তবে তা সফল হয়নি। যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা নিজেরাই মাইনাস হবে। তাদের অবস্থা হবে আঃলীগের সন্ত্রাসীদের মতো।
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের খিদিরপুর ও পারখিদির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, তৃনমূলের কর্মীরাই বিএনপির প্রাণ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইউনিয়ন কমিটি গঠনের জন্য একই সময়ে পৃথক দু’টি সমাবেশের আয়োজন করেছে মাজপাড়া ইউনিয়ন বিএনপি। নিজেদের মধ্যে শক্তি পরীক্ষার জন্য না, বরং সমালোচনাকারীদের ব্যাতিক্রম এই আয়োজন দেখিয়ে দিতে চাই। যত ষড়যন্ত্র হোক না কেন, সকল ষড়যন্ত্র পদদলিত করে আগামী নির্বাচনে এদেশের মানুষ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে।
সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিন সরদার। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা আজম, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ মন্টু খাঁ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান।
এরআগে আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব ইউসুফ আলী খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোয়ার হোসেন আলমের সঞ্চালনায় খিদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশে হাবিবুর রহমান হাবিব।