সাঁথিয়া সড়ক দুর্ঘটনা জন্মদিনেই মারা গেল শিশু ছাত্র সাজিদ, আহত ৪

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় শুক্রবার সকাল সারে ১১ টার দিকে সাঁথিয়া- চাকলা সড়কে সিএনজি দুর্ঘটনায় জন্মদিনে নিহত হলো সাজিদ (৯) নামের এক শিশু ছাত্র। সে উপজেলার আফরা গ্রামের ফারুকের ছেলে ও আফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। ঘটনায় আহত হয়েছে সাংবাদিকসহ ৪ জন।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে সাঁথিয়া পৌরসদর থেকে দৈনিক ভোরের দর্পন পত্রিকার সাঁথিয়া প্রতিনিধি আশিক ইকবাল রাসেল পরিবারের অন্যদের নিয়ে সিএনজি যোগে আত্মীয় বাড়ীতে যাচ্ছিলেন। সাঁথিয়া- চাকলা সড়কের আফরাচরপাড়া গ্রামের মধ্যে পৌছালে রাস্তার পাশে সাজিদসহ শিশুরা খেলছিল। এসময় সিএনজি নিয়ন্রন হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই সাজিদ মারা যায়। আহত হয় একই গ্রামের সাজিদের সহপাটি মেহেদী (৯), যাত্রী সাংবাদিক আশিক ইকবাল রাসেল, মনিরা (৭), সিএনজি চালক মাহাতাব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। সিএনজি চালককে উন্নত চিকিৎসার জন্য পাবনা প্রেরন করা হয়েছে।
আফরা আইডিয়াল স্কুলের শিক্ষক মবিরুল ইসলাম বলেন আজ সাজিদের জন্মদিন ছিল। এদিনেই সে মারা গেল। পরিবারে চলছে শোকের মাতাম।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আঃ লতিফ বলেন, শিশুরা রাস্তার পাশে খেলছিল। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।