দৈনিক আমাদের বড়াল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়াল পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১১ টায় চাটমোহর প্রেসক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সহসভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, মানব জমিনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, কালবেলা চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রনজু, নয়াদিগন্ত চাটমোহর প্রতিনিধি নুরুল ইসলাম, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, এম এ জিন্নাহ, জাহাঙ্গীর আলম, বকুল রহমান, জাকির সেলিম, তুষার ভট্ট্রাচার্য, শিমুল বিশ্বাস, জাহাঙ্গীর আলম-২, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম আই ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, ছাত্রদল নেতা তানভীর জুয়েল লিখন প্রমুখ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।