বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উক্ত সংগঠনের নিলাখিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে নিলাখিয়া পাবলিক কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উদ্বোধক ছিলেন নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি।
সংগঠনের নিলাখিয়া ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল ইসলাম রবিন এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মেসবাহ উল হক তুহিন, কেন্দ্রীয় সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নিলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন , নিলাখিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, উক্ত সংগঠনের নিলাখিয়া ইউনিয়নের উপদেষ্টা আদনান শহীদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে নিলাখিয়া ইউনিয়নের রক্তদান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।