রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের চুরিকৃত মালামালসহ ২ চোর আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ানদের সাব-ঠিকাদারি ফ্যাসিনেট বাংলাদেশ কোম্পানির চুরি যাওয়া লোহার মুল্যবান তার ও অন্যান্য মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) কোম্পানিটির প থেকে মামলা দায়েরের পর বিকেলে তাদের পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে। মালামালসহ চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

আটককৃতরা হলেন, উপজেলার চররূপপুর গ্রামের মৃত আবু সরদারের ছেলে মজনু সরদার (৪৫) ও মন্টু সরদার (৪০)।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নয়ন কুমার সাহা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের তরিকুল ইসলামের ইট ভাটার পাশে পদ্মা নদীর চর হতে প্রকল্পের চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করেন।

উদ্ধারকৃত মালামালের মধ্যে পারমানবিক চুল্লির ভবন ও কুলিং টাওয়ারে টানা দেওয়ার লোহার তৈরি বিশেষ ক্যাবলের ৯ টি পুরাতন স্ট্রেন রোল ও ইস্পাতের বড় সাইজের বড় সাইজের মুল্যবান ধাতবপাত। যার আনুমানিক মুল্য লক্ষ লক্ষ টাকা বলে জানা গেছে।

জানা গেছে, চোরের সিন্ডিকেট প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে প্রকল্পের দণি পাশে পদ্মানদী দিয়ে নৌকায় করে চুরিকৃত মালামাল নিরাপদ স্থানে নিয়ে যায়।

ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।