ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করলেন টাইগার উডস

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস।

রোববার (২৩ মার্চ) এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টাইগার উডস লিখেছেন, ভেনেসা! তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর। আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্‌গ্রীব। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা আশা করছি।

সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই গসিপ ম্যাগাজিনগুলোতে টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। উডস সম্প্রতি জানিয়েছিলেন, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি এবারের মাস্টার্স টুর্নামেন্টে খেলতে পারবেন না।

সাধারণত নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখেন টাইগার উডস। কিন্তু হঠাৎ করে সম্পর্কের বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন, তা স্পষ্ট নয়। তবে এটি ২০১৩ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। সেবার তিনি ও স্কি তারকা লিন্ডসে ভন একসঙ্গে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। তখন উডস বলেছিলেন, তারা পাপারাজ্জিদের ধাওয়া থেকে রেহাই পেতে এবং নিজেদের ছবি বিক্রির বাজারমূল্য কমিয়ে দিতে সম্পর্কটির কথা ফাঁস করে দিয়েছেন।

ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। সাবেক এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। টাইগার উডসের সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে একই স্কুলে পড়ছেন কাই ট্রাম্প।

উল্লেখ্য, টাইগার উডস এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েক বার গলফ খেলেছেন। ২০১৯ সালে ট্রাম্প তাঁকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখাও করেন উডস।

preload imagepreload image