যুব প্রশিক্ষণ কেন্দ্রে একযুগে প্রশিক্ষণ পেল ৫৭০৪ জন

লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরে একযুগে ধরে যুব প্রশিক্ষন কেন্দ্র ৫৭০৪জন নারী ও পুরুষদের আতœ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেছে নাটোর যুব উন্নায়ন অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭মার্চ) দুপুরে লালপুরে অবস্থিত নাটোর যুব উন্নায়ন প্রশিক্ষণ অধিদপ্তরের কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদ এর সভাপতিত্বে ১২৫তম প্রশিক্ষণ ব্যাচের ৩মাস মেয়াদী ৬০জন যুব নারী পুরুষকে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। এসময় লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষক মোঃ আব্দুল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা আব্দুস সবুর, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভোলপমেন্ট অফিসার গুলনাহার সহ প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীরা।

প্রশিক্ষণকেন্দ্রের কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদ বলেন, বেকার যুব নারী ও পুরুষের অতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৩সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে নাটোর যুব উন্নায়ন অধিদপ্তর। এই প্রশিক্ষণ কেন্দ্র এপর্যন্ত ১২৫টি ব্যাচে মোট ৫৭০৪জন প্রশিক্ষার্থীদের মধ্যে ৪৮৯০জন পুরুষ ও ৮১৪জন নারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। চলতি ব্যাচে ৫জন নারী প্রশিক্ষার্থী সহ মোট ৬০জনের মাঝে তিন মাস মেয়াদী গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মঞ্জু আহমেদ রয়েল জানান কৃষি ডিল্পোমা শেষে চাকুরীর পিছে না দৌড়িয়ে নাটোর যুব প্রক্ষিণ কেন্দ্র থেকে ২০১৩সালে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ ও গবাদি পশু পালন করে ১২জন বেকার যুবকের কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে আতœস্বাবলম্বী হিসাবে গড়ে তুলেছি। বর্তমানে আমার ৪টি পুকুর ও ৫টি মৌসুমী পুকুরে মাছ চাষের পাশাপাশি উন্নত জাতের ১৪টি গরু পালন করছি।

preload imagepreload image