ভৈরবে থানা ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান কারগারে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে থানায় হামলা চালিয়া ভাঙচুরের ঘটনায় মামলায় উপজেলার শিমুল কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিজানুর রহমান রিপন
কে কারাগারে প্রেরণ করা হয়েছে।এর আগে গেল (২৬
মার্চ) রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি রোড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শিমুল কান্দি ইউনিয়নের মৃত রমিজ উদ্দিন ভূঞার ছেলে এবং নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তাছাড়া রিপন চেয়ারম্যান নিশিদ্ধসংগঠন বাংলাদেশ ছাএলীগ ভৈরব উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল,,এর আগে ভৈরব থানায় মিজানুর রহমান রিপনের নামে আজহার নামীয় একটি মামলা হয় ।পরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে, আদালত তাকে জামিন মঞ্জুর করে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার উপর হামলার একজন পরিকল্পনাকারী।
আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

preload imagepreload image