ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলোনা বাবা-মেয়ের

লালপুর (নাটোর)প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রীসহ আরো দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭মার্চ ২০২৪) সকালে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় জাহিদ অটো রাইচ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর এলাকার কৈপাড়া আবুল কশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের শিশু মেয়ে সামাইরা খাতুন। আহতরা হলেন নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬) ও প্রাইভেটকার চালক।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান সকালে প্রাইভেটকারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে লালপুরের কদিমচিলান গোধড়া গ্রামে জাহিদ অটো রাইচ মিলের কাছে পৌছালে ব্যটারি চালিত একটি অটোরিক্সাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বাবলা গাছের সাথে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ৪জন কে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মানিক সাময়িক চিকিৎসা শেষে শাহারিয়ার শাকিল ও তার দুই বছরের মেয়ে সামাইরা কে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আহত প্রাইভেটকারের চালকের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাকিল ঈদের ছুটিতে ভাড়া করা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৪-৩২৬৬) নিয়ে তার কর্মস্থল যোশর থেকে স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে গ্রামের বাড়ি বগুড়া সদর থানার কৈপাড়া গ্রামে ফিরছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

preload imagepreload image