বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় আলোচনা-দোয়া ও ইফতার মাহফিল

খালেদ আহমেদ :

পাবনা জেলা তাঁতীদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র আশুরোগ মুক্তি কামনায় আলোচনা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সোমবার ২৪ মার্চ বিকালে পাবনা পুলিশ লাইনের সামনে পিসিসিএস চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি, বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক কবির।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের জাতীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং তার দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আইকন। তার নেতৃত্বে বিএনপি অনেক গুরুত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে।
আমরা সকলেই জানি, তার সুস্থতা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার দ্রুত আরোগ্য কামনা করে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আজকের এই মাহফিল শুধু তার জন্য নয়, আমাদের সবার জন্য, যাতে আমরা সবাই আল্লাহর কাছ থেকে একসাথে দোয়া ও বরকত লাভ করতে পারি। আল্লাহ আমাদের দেশ এবং আমাদের নেত্রীকে সঠিক পথ প্রদর্শন করুন। আমাদের দোয়া থাকবে দেশ এবং জাতির কল্যাণে।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাহারুল বিশ্বাস।

জিয়া পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজিমুদ্দিন সাগর।

সেখানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এড. মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, নারী ও শিশু পিপি এড. নাজমুল হোসেন শাহীন, জিয়া পরিষদ পাবনার সভাপতি ড. জাকির হোসেন,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, দলের উপদেষ্টা আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী পৌর তাঁতীদল সভাপতি আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আওকাত হোসেন প্রমুখ।

সেখানে তাঁতীদলের জেলা-উপজেলা, থানা, ইউনিয়নসহ বিএনপির সকল অঙ্গ সঙ্গঠনের ৩ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ইফতারির আগে দোয়া পরিচারনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি সালেহ মোহাম্মাদ আলী।

preload imagepreload image