আদর্শ ও সুশৃঙ্খল জীবন যাপনে আদবের ভূমিকা অপরিসীম -ছারছীনার পীর ছাহেব।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আদব তথা শিষ্টাচার। জীবনের প্রতিটি মূহুর্তের সাথে আদব জড়িয়ে আছে। আদর্শ ও সুশৃঙ্খল জীবন যাপনে আদবের ভূমিকা অপরিসীম। আমাদের হাঁটা-চলা, খাবার-দাবার, ছাত্র-শিক্ষক, বাবা-মা, মুরুব্বীজন, কথা বলা, হাঁচি দেয়া, সালাম দেয়া, উঠা-বসা, হাই তোলা ইত্যাদি সকল কাজের মধ্যে আদব রয়েছে। একজন মানুষ আদববান না হলে সমাজে বিশৃংঙ্খলা, বেয়াদবী সহ বিভিন্ন ধরণের অনিয়ম দেখা দেয়। এককথায় শিশুকাল থেকে বার্ধাক্য পর্যন্ত সকল বয়সের মানুষের জন্য আদব তথা শিষ্টাচার রয়েছে। যা পালনের মাধ্যমে সমাজ হবে সুন্দর ও আমাদের জীবন হবে স্বার্থক।

গতকাল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) -এর স্মরণে দুইদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের শেষ দিন প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও বরিশাল চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।