খালেদ আহমেদ :
শহরের অনন্ত বাজার এলাকায় অবস্থিত পাবনার স্বনামধন্য ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ মার্চ বিকাল সাড়ে ৫ টায় প্রতিষ্ঠানের হল রুমে ইফতার পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন ইমাম গাযযালী ট্রাস্টের সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সাবেক আমির মাওলানা আব্দুর রহিম।
প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম’র সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা করেন
ইমাম গাযযালী ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবিদ হাসান, পরিচালনা পরিষদের সদস্য এ্যাড. হাতেম আলী, প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষার সিনিয়র প্রভাষক মাওলানা আব্দুল হান্নান।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, রিভারাইন পিপলের সভাপতি নদী গবেষক ড. মনছুর আলম, পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, পৌর ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ জোয়ার্দ্দার, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
ইফতারির আগে দোয়া পরিচালনা করেন এ্যাড. হাতেম আলী।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে। তিলাওয়াত করেন হাফজ মাওলানা মোহাম্মদ আলী।