ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গত চারদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু তাপপ্রবাহ। রবিবার (১৬ মার্চ) বিকেল তিনটায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রী রেকর্ড হয়েছে। প্রথমে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৫ মার্চ) তাপমাত্রা বেড়ে ৩৬ দশমিক ৬ ডিগ্রী রেকর্ড হয়। সেইসাথে সের আদ্র্রতা বেড়ে ৪০ শতাংশ হয়েছে। গরমের তীব্রতা বাড়তে থাকায় খেটে খাওয়া দিনমজুর ও রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন জানান, বৃহস্পতিবার থেকে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। রবিবার (১৬ মার্চ) বিকেল তিনটায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রী রেকর্ড হয়েছে। বাতাসের আদ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রমজানের মধ্যেই তাপমাত্রা আরও ওপরে উঠতে পারে বলে জানান তিনি।
সরেজমিনে রবিবার দুপুরে দেখা যায়, ঈদের বাজারে সকালের দিকে ভীড় থাকলেও দুপুর থেকে বাজারে জনসমাগম কমতে থাকে। তিনটার দিকে সড়কে যানবাহন চলাচলও কমে যায়। ##