ইয়ানূর রহমান : যশোরের শার্শায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে
আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড় টায় উপজেলার
শ্রীকোনায় অভিযান চালিয়ে একরামুল (২৪) ও রঞ্জন বিশ্বাস (৩৯) নামে দুইজনকে
উক্ত মাদকসহ গ্রেফতার করা হয়।
র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে
২৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি
জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে শ্রীকোনা
গ্রামের হাইবাবু ও শফিকুল ইসলামের বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল মজুদ
করা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান
পরিচালনা করে ২জনকে আটক সহ মাদক উদ্ধার করে।
অভিযানের সময় বসতবাড়ির বাহিরে আঙিনার পূর্ব দুয়ারি টিনের চৌচালা
রান্নাঘরের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করা
হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮,৮৮,০০০ টাকা।
গ্রেফতারকৃত একরামুল শ্রীকোনা গ্রামের জিন্নাত আলীর ছেলে এবং রঞ্জন
বিশ্বাস শীবচন্দ্রপুর গ্রামের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে। আটককৃতদের
বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।#