ঈশ্বরদীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো কৃষকের ৫ টি বসতঘর

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ঈশ্বরদীর গোকুলনগর এলাকায় শফের প্রামানিক নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৬-৭ লাখ তি হয়েছে বলে ভূক্তভোগী কৃষক দাবি করেছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে পৌরসভার গোকুলনগর মাদ্রাসাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্থ ওই কৃষকের ছেলে মো. আশরাফুল ইসলাম জানান, হঠাৎ বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে হালকা আগুনের ফুলকি দেখে বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ করে দেওয়া হয়। এরপরও মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততণে বাড়ির ৫ টি বসতঘর ও ঘরের সবকিছু ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বাড়ির কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সব পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। ##

preload imagepreload image