এ আর রহমান হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, ছেলে জানালেন ‌‘ভালো আছেন’

ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই সংগীতশিল্পীকে। তবে এখন বিপদ কাটিয়ে এই শিল্পী সুস্থ আছেন, শুধু তািই নয় হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন এই গুণী সংগীতজ্ঞ।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এ আর রহমান।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রহমানের কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এ আর রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই, রহমানের ছেলে এ আর আমিন তার ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার শারীরিক অবস্থার আপডেট দেন। আমিন জানান, তার বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই।

এক পোস্টে আমিন লেখেন, ‘আমাদের সকল প্রিয় ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে, আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার বাবা ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই আমরা কিছু নিয়মিত পরীক্ষা করিয়েছি। তবে তিনি এখন ভালো আছেন।’

preload imagepreload image