নতুন চারটি বিভাগ চালু করল বাংলাদেশ ব্যাংক

অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন বন্ধসহ বিভিন্ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে নতুন চারটি বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৩ মার্চ) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

নতুন চালু হওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে— ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।

এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৬১টি বিভাগ ছিল। নতুন চারটি বিভাগ যুক্ত হওয়ায় এখন বিভাগ সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫-এ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নতুন বিভাগ চালুর মূল উদ্দেশ্য হলো ব্যাংক পরিদর্শন ও পরিপালন কার্যক্রম আরও গতিশীল করা। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি আরও দক্ষভাবে পরিচালিত হবে।

এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ যথাযথভাবে বাস্তবায়নের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে তা বাস্তবায়ন নিশ্চিত করাও এই নতুন বিভাগের অন্যতম লক্ষ্য।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এসব নতুন বিভাগ চালুর ফলে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে।

preload imagepreload image