৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান

অনাবিল ডেস্ক ::
৬০ বছরের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকা গৌরী স্প্রাটের পরিচয় করিয়ে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। নিজের প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আমির জানালেন, গত দেড় বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে গত কয়েক মাস ধরেই বেঙ্গালুরুনিবাসী এই মহিলার সঙ্গে আমিরের সম্পর্কের জল্পনা চলছিল।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির। তবে গৌরীর ছবি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চান।

আমির জানান, তারই প্রযোজনা সংস্থাতে কাজ করেন গৌরী। দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীর সঙ্গে যোগাযোগ আমিরের।‌ কিন্তু একে অপরের প্রেমে পড়েছেন বছর দেড়েক আগে। গৌরীর সঙ্গে গত দেড় বছর ধরে লিভ-ইন করছেন তিনি। তামিল ও আইরিশ বংশোদ্ভূত গৌরীর একটি ছয় বছরের ছেলেও রয়েছে।
এদিকে আমির খানের ৬০তম জন্মদিনে প্রেমের বিষয়ে জানানোর পর ভক্ত-অনুরাগীদের গৌরীকে একঝলক দেখতে মরিয়া হয়ে উঠবে এটা ভেবে তড়িঘড়ি করে একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিয়োগ করেছেন প্রেমিকার জন্য।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমরা মনস্থির করেছি এই সম্পর্ক নিয়ে এখন জনসমক্ষে বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা সম্পর্কে। এরপর থেকে আমাদের আর আপনাদের কাছে কিছু লুকাতে হবে না।’
আমির খানের নতুন প্রেমিকা গৌরী স্প্রাট। ছবি: সংগৃহীত
গৌরীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই যে তিনি আলোচনায় থাকবেন, এ কথা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন আমির। তাই আগেভাগেই একজন দেহরক্ষী নিযুক্ত করেন।
এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমি গৌরীর কথা সকলকে জানানোর আগে থেকেই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটা কেবল আমার নিজের মনের শান্তির জন্য করা।’
ভক্তদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দেওয়ারও পরিকল্পনা করেছেন আমির। অভিনেতা জানান, গৌরী এ সবের সঙ্গে তেমন অভ্যস্ত নন। তাই তাকে কিছুটা হলেও সব কিছুর জন্য প্রস্তুত করতে সময় লেগেছে।

সংবাদমাধ্যমকে আমির জানান, গৌরীর সঙ্গে আগে শাহরুখ ও সালমানের পরিচয় করিয়ে দেন তিনি। তার পর বাকিদের জানান আমির। ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই কন্যার সঙ্গে পরিচয় অভিনেতার। দীর্ঘ বছরের এই পরিচয়ের পর বছর দেড়েক ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা। তবে এখন সকলের মনে একটাই প্রশ্ন, প্রেমিকা গৌরীর সঙ্গে কি শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন আমির? নাকি এ ভাবেই কাটিয়ে দেবেন বাকি জীবন।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে অভিনেত্রী রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাদের দুই সন্তান রয়েছেন জুনাইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা। এরপরই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তারই সহ-পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তারা। তবে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে, নাম আজাদ রাও খান।
উল্লেখ্য, ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে আমিরকে শেষ দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ভবিষ্যতে তাকে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।

preload imagepreload image