ঈশ্বরদীতে বইছে মৃদু তাপপ্রবাহ, পারদের কাঁটা ৩৬.৬ ডিগ্রীতে উঠেছে

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গত তিনদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু তাপপ্রবাহ। মৌসুমের প্রথম গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টার ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার তাপমাত্রা একটু কমে ৩৫ দশমিক ২ ডিগ্রীতে হলেও শনিবার (১৫ মার্চ) তাপমাত্রা ফের বেড়ে ৩৬ দশমিক ৬ ডিগ্রী রেকর্ড হয়েছে। বাতাসের আদ্র্রতা বেড়ে ৪০ শতাংশ হয়েছে। হঠাৎ গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া দিনমজুর ও রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক নাজমুল হাসান রঞ্জন জানান, বৃহস্পতিবার থেকে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। শুক্রবার তাপমাত্রা ৩৬ ডিগ্রীর একটু নীচে নালেও শনিবার ফের বেড়ে ৩৬ দশমিক ৬ ডিগ্রী রেকর্ড হয়েছে। সেইসাথে বাতাসের আদ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রমজানের মধ্যেই তাপমাত্রা আরও ওপরে উঠতে পারে।

তিনি আরও জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সরেজমিনে শনিবার দুপুরে দেখা যায়, ঈদের বাজারে সকালের দিকে ভীড় থাকলেও দুপুরের দিকে বাজারে জনসমাগম কম। তিনটার দিকে সড়কে যানবাহন চলাচলও কমে যায়। ##

স্বপন কুমার কুন্ডু

preload imagepreload image