নাটোর প্রতিনিধি
নাটোরে আছিয়া ধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত চার আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানানো হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে নাটোর স্বার্থরক্ষা কমিটি এ কর্মসূচি পালন করে।
নাটোর স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াসের নেতৃত্বে আহ্বায়ক কমিটির সদস্য অনিক সরকার, বুশরাত জাহান বন্নী, স্বাধীন, শারমিন শায়রা ফাঁসির মঞ্চ তৈরির কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় যুগ্ম সদস্য সচিব নাহিদ আহমেদের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।
নাটোর স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বঙ্গমাতা কবিতায় শেষ দুই লাইনে বলেছে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ তো করনি। আমরা এমনই এক জাতি যারা নিজের মা ও বোনদের ধর্ষণের বিচার দ্রুত সময়ের ভেতর করতে পারিনা। এদেশে ধর্ষকের পক্ষে এখনো আইনজীবী পাওয়া যায়। সারাদেশে দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা নাটোর থেকে ফাঁসির মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছি।
সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ জানান, আমরা দাবি করছি, দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।
এই কর্মসূচিতে নাটোর স্বার্থ রক্ষা কমিটি ও নাটোরের সর্বস্তরের ছাত্র জনতা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার হন।#