বিশেষ প্রতিনিধি :
ঢাকার মালিবাগে অবস্থিত “পাবনা সমিতি, ঢাকা’র” আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ১৩ রমজান ১৪ মার্চ বিকাল ৩ টায় বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি), মাল্টিপারপাস হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ হাসান জাফির তুহিন’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল ফখরুল জম।
আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন টিটো।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন দুদকের পরিচালক তালেবুর রহমান, প্রাথমিক ও গনশিক্ষা সচিব নুর জাহান বেগম, রেল সচিব ফাইমুল ইসলাম, পুলিশের ডিআইজি আশরাফুল ইসলাম বকুল, ডিআইজি মোস্তাফিজুর রহমান, সমাজ কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব, বাংলাদেশ বিমানের এমডি শাফিকুল ইসলাম,
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, টিপু বিশ্বাস, ডঃ মজিবুর রহমান, অধ্যাপক আবু সাইদ, যমুনা ব্যাংকের ডিএমডি, সিটি ব্যাংকের ডাইরেক্টর আঃ খালেক, পাবনা হামিদ রোডের ঔষধ বিতানের সত্বাধিকারী মোঃ রতন, বিশিষ্ট ব্যব্যবসায়ী মামুনর রশিদ, ইউনুস প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সকল নেতা ও কর্মীসহ পাবনাস্থ ঢাকার প্রায় হাজার জন গন্যমান্য বাসিন্দা।