কালিহাতীতে অবৈধ বালুঘাট দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া,আহত ২

কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ অবৈধ বালুরঘাট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সোমবার বিকালে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া ও বেলটিয়া অবৈধ বালুঘাট দখল নিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সোলায়মান আকন্দ, ইমরান তালুকদার ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মতিউল আলম তালুকদার অবৈধ বালু উত্তোলন,বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে বিএনপির নেতৃস্থানীয়দের মধ্যে রেষারেষি লেগেই আছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪ টার দিকে কালিহাতীর বিয়ারা মারুয়া ও বেলটিয়া অবৈধ বালুঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল নামে দুই ব্যক্তি আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় আবারো বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এদিকে এর আগে এ বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনাও ঘটেছে।

কালিহাতী থানায় ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

preload imagepreload image