দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী বাজার আড়ৎদার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী আড়ৎদার সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের আলোচনা সভায় আলহাজ্ব সৈয়দ জামানের সঞ্চালনায় এবং সানন্দবাড়ী বাজার আড়ৎদার সমিতির সভাপতি শাহ্ কামালের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিক্ষক আবুল হাশেম, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিক্ষক আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহ্ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান , চিথুলিয়া দিগর আলীম মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
আয়োজিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সানন্দবাড়ী বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আবুল কালাম আজাদ।
ইফতার মাহফিলে প্রায় তিন হাজার রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পারস্পারিক সোহার্দ্য ও সহযোগিতার রমজানের পবিত্রতা ও পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । ইফতার ও দোয়া মাহফিলে বক্তাগণ ভবিষ্যতে এমন আরো আয়োজনের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

preload imagepreload image