গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ বলেছেন, ‘বিগত দিনে অত্যাচারী রাজা ছিলো, আর বাংলাদেশের মানুষ ছিলো ঘুমন্ত। সাংবাদিকরা প্রকৃত খবর বহণ করেছে ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে। সাংবাদিকরা ঠিকমত মানুষকে জাগাতে পারেনি। আপনারা নীতি নৈতিকতা দিয়ে সাংবাদিকতা পেশা পরিচালিত করেন, দেখবেন বাংলাদেশে ভালো একটি ভূমিকা রাখতে পারবেন।’
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা জিয়া পরিষদের আয়োজনে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন তিনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা আব্দুল আজিজ আরো বলেন, ‘তিনটি জিনিসের জন্য দেশ ধ্বংস হয়ে যাবে। একটা দেশ পরিচালিত হয় ন্যায় নীতিবান শাসক, জাগ্রত জনতা ও সাংবাদিক ভাইদের দ্বারা। অত্যাচারী রাজা, ঘুমন্ত প্রজা আর যদি বিক্রিত সাংবাদিক হয়। সেই দেশ তখন ধ্বংস হয়ে যাবে।’
উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চল, গুরুদাসপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল, অধ্যাপক হারুন অর রশীদ, প্রভাষক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ওমর আলী শেখ, মোহাম্মদ আলী প্রমুখ। সবশেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুস সামাদ।#
