হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ হয়েছে।
মঙ্গলবার উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ভিজিএফ চাল বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা সহকরি অফিসার মো. আশিকুর রহমান, সচিব খাইরুজ্জামান সরকার, দহবন্দ ইউপি সদস্য স্বপন কান্ত, আতোয়ার রহমান, আনারুল ইসলাম, মাসুদ রানা, মশিউর রহমান, ফাসিউল ইসলামসহ পরিষদের অন্যান্য সদস্য, কর্মকর্তা ও কর্মচারিরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির আওতায় দহবন্দ ইউনিয়নের ৩ হাজার ৭৯১ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
দহবন্দ ইউনিয়নের ০৯ ওয়ার্ডের বাসিন্দা রহিমা বেওয়া (৫৫) বলেন, বাবা কয়েক বছর আগে মোর সোয়ামি মারা গেছে অনেক অভাব আর টানা পোড়ার মধ্যে দিয়ে কোনো মতো জীবণ পাড় করতিছোম, যাই হোক রে বাবা ঈদের আগে রোজার মাসে ১০ কেজি চাউল পালুম, তাও ঈদের দিন ভাত আন্দিয়া খাবার পামো তো। দোয়া করি চেয়ারম্যানোক তাই মোক ছিলিপ খেন দিছে। আল্লাহ তার ভালো করুক।
ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা জানান, “আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা অসহায় ও দরিদ্র পরিবারের জন্য অনেক উপকারে আসবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি, যাতে কেউ বঞ্চিত না হয়।”