সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ প্রণোদনা কর্মসূচী আওতায় ১০৫০জন কৃষকদের মাঝে বিনা মূল্যে রাসানিক সার ও বীজ বিতরণের আয়োজন করা হয়।
গত সোমবার(১৭ মার্চ) দুপুরে উপজেলা কৃিষ প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রিজু তামান্না।
আরো বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিনা ফেরদৌস, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রনা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মর্তা ইমরান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমুখ।
পরে প্রত্যেককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এক ১০০০ জন এবং প্রত্যেককে ৫ কেজি মুগী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার ৫০ জনসহ মোট ১০৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
