আগৈলঝাড়ায় সেচ পাম্প বন্ধকে কেন্দ্র করে কুপিয়ে আহত: চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল-কোদালধোয়া গ্রামে ইরি-বোরো ব্লকের সেচ পাম্প বন্ধ করা নিয়ে শনিবার একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অহতকে শনিবার রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল-কোদালধোয়া সড়কের পাশে ইরি-বোরো ব্লকে পানি সেচ পাম্প চলছিলো। ওই ব্লকের ম্যানেজার কবির ফকির সেচ পাম্পটি বন্ধ করতে বলে যায় একই এলাকার ছেকেন্দার আলী খানের ছেলে মামুন খান (৩৮) কে। সেচ পাম্পটি বন্ধ করায় একই গ্রামের শাহেবালী ফকিরের ছেলে মোস্তফা ফকির মামুন খানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মোস্তফা ফকির (৪৫) তার হাতে থাকা ধরালো কাস্তে দিয়ে মামুন খানকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বরিশালে তার চিকিৎসা সম্ভব না হওয়াতে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতেই ঢাকায় প্রেরণ করেন। এঘটনায় মামুন খানের পিতা সেকেন্দার আলী খান বাদী হয়ে রবিবার আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত মোস্তফা ফকির পলাতক থাকায় তার বক্তব্য না পাওয়ায় বক্তব্য দেয়া গেলোনা। এব্যাপারে মোস্তাফা ফকিরের ছেলে মো. মহিন ফকির বলেন, একটি সেচ পাম্প বন্ধকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। আহত মামুন সুস্থ হলে এলাকায় বসে মিমাংসা হবে।

এব্যাপারে আগৈলঝাড়া পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক বলেন, আহত মামুন খানের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

preload imagepreload image