চাটমোহর (পাবনা) প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চাটমোহর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের এক বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১ টার দিকে চাটমোহর পৌরসদরের কাজীপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা থেকে আদালতে প্রেরণের সময়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা এমন স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের সাবেক এ নেতা। এসময় তাকে বলতে শোনা যায়, “বাংলাদেশ আবার স্বাধীন করবো ইনশাল্লাহ। কতবার জেলে নিবে? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো। আমরা ভয় করি না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক।”
গ্রেফতারের সত্যতা স্বীকার করে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, গুনাইগাছা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল আলীমকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।