ঈশ্বরদী (পাবনা ) সংবাদদাতা :
ঈশ্বরদীতে সাজ্জাদ হোসেন সাগর (৫২) নামের এক বৃদ্ধের রহুস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে পাকশী যুক্ততলা লাইন পাড়ার নিজ বাসা থেকে নাক দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়।
নিহত সাজ্জাদ হোসেন সাগর নওগাঁর বদলগাছি উপজেলা টয়নারী গ্ৰামের মৃত আব্দুল সামাদের ছেলে। তিনি দীর্ঘ ১৫-২০ বছর যাবত ঈশ্বরদীর পাকশী যুক্ততলা লাইন পাড়া এলাকায় বসবাস করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবেশি এক ছোট মেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানের খাবার দিতে গিয়ে বৃদ্ধের বাসার বাসা দরজা খোলা দেখতে পায়। ভেতরে ঢুকে দেখে বৃদ্ধ সাগরের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার মাথার কাছে জমির দলিল পরে রয়েছে। পায়ের দিকে হাতুড়ি ও দাও এবং বটি পরে আছে। বিষয়টি দেখে ওই শিশু কন্যাটি এলাকাবাসীদের খবর দেয়।
পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাক দিয়ে রক্ত বের হওয়া মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
নিহতের স্ত্রীর বোনের মেয়ে কাকলি খাতুন জানান, গত তিন বছর আগে তার খালা মারা যান। তখন থেকেই খালু (সাগর) একাই এই বাসায় থাকতেন । কাকলি আরো জানান, তার খালু বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এক মাস আগে তাকে তার পছন্দের খাবার খাইয়ে গিয়েছি। আর ওষুধ কিনে দিয়েছি । আজকে খালুর মৃত্যুর খবর শুনে পাবনা থেকে এসেছি। খালু অসুস্থতা জনিত কারনে মারা যেতে পারেন বলে তার ধারণা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মৃত্যুর কারন জানতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেখে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ##
স্বপন কুমার কুন্ডু
০১৭১১-১৫০০১০