খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ঘন কুয়াশায় আচ্ছন্ন সড়কে মোটরসাইকেল ও ব্যাটারী চালিত চার্জার ভ্যানের সংঘর্ষে সোহেল রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে রানীরবন্দর থেকে পাকেরহাট আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (২২) উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়ার তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের নভেম্বর মাসের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহেল রানা। জীবিকার তাগিদে নীলফামারীর উত্তরা ইপিজেডে চাকুরীর সন্ধানে যাওয়ার পথে মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে রানীরবন্দর থেকে পাকেরহাট আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক।

গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দু:খজনক। এমন আবহাওয়ায় গাড়ি চালকদের সর্তক থাকতে হবে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজমূল হক বলেন, ‘সড়ক দূর্ঘটনার খবরটি ইতোমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু হবে।’

preload imagepreload image