সুন্দরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা ও একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো. জাফর আহমেদ লস্কর, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ প্রমূথ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৯ম জাতীয় বিজ্ঞান কুইজ ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায়ও অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উদ্বোধন করে স্টোল সমুহ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

preload imagepreload image