পাবনায় জাগ্রত সমাজের শীতবস্ত্র বিতরণ

খালেদা আহমেদ পাবনা

পাবনায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাগ্রত সমাজ।

শনিবার ২৫ জানুয়ারি বিকাল ৪ টায় সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজী জসীমউদ্দীন ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময়ে জাগ্রত সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব জোয়ার্দ্দার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ মানে অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা।

এ সময় সেখানে আরও বক্তব্য দেন পাবনা জেলা রিক্সাশ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর, পাবনা সাংবাদিক ফোরামের সদস্য সচিব খালেদ আহমেদ, চরতারাপুর ইউনিয়ন বিএনপির নেতা জাহিদুল ইসলাম বাবলু বিশ্বাস, মানবিক সংগঠন পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি আলাল উদ্দিন, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন, পাবনা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন জোয়ার্দ্দারসহ জাগ্রত সমাজের সকল নেতাকর্মী।