আইইউবিএটি’র সিভিল ইঞ্জিনিয়ার্স এ্যালামনাই এসোসিয়েশন পরিচালনা পর্ষদের নির্বাচন

সভাপতি প্রিন্স, সম্পাদক মিল্টন

বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)” এর সিভিল ইঞ্জিনিয়ার্স এল্যামনাই এসোসিয়েশনের ৪র্থ পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৫ টায় শেষ হয় এবং উৎসব মুখর পরিবেশে ৮৯% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গণনা শেষে আহ্বায়ক কমিটি ভোটের ফলাফল ঘোষণা করেন। উক্ত নির্বাচনে ৩৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ নির্বাচিত হয়। ফলাফলে আইইউবিএটি সিভিল ইঞ্জিনিয়ার্স এ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল নোমান প্রিন্স (ম্যানেজিং ডিরেক্টর, এপিসি গ্রুপ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান মিপান (চীফ ইঞ্জিনিয়ার এন্ড ডিরেক্টর, টিএমএসএস)।
উল্লেখ্য, আইইউবিএটি হতে অদ্যবধি প্রায় ১৫ হাজার এর অধিক এ্যালামনাই গ্রাজুয়েশন সম্পন্ন করে সুনামের সহিত দেশ ও দেশের বাহিরে কর্মরত আছেন। এছাড়াও আইইউবিএটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে এখন পর্যন্ত ৪৭টি ব্যাচে প্রায় ২ হাজার এর অধিক ইঞ্জিনিয়ার গ্রাজুয়েশন সমাপ্ত করে দেশের উন্নয়নে নিয়োজিত আছেন। এই প্রথম নির্বাচনের মাধ্যমে আইইউবিএটি তে কোন এ্যালামনাই এসোসিয়েশন গঠিত হল। সর্বোচ্চ সংখ্যক ভোটার এর প্রাণবন্ত উপস্থিতি নিশ্চিত করতে পারায় এডহক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
নির্বাচন শেষে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রকৌশল অনুষদের ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ও এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার লেহাজ উদ্দিন প্রমুখ।