পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের আতাইকুলা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের শহিদুল ইসলাম (৩১) এবং একই গ্রামের তপু রায়হান (৩৫) ও শাকিল মৃধা (১৭)।
ওসি সালাউদ্দিন বলেন, গতকাল শুক্রবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করেন। এই মিছিল পরে শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।
ঘটনার পর পুলিশ অভিযানে নামে বলে জানান ওসি সালাউদ্দিন। তিনি বলেন, মধ্যরাতের পর থেকে আজ শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়।
ওসি সালাউদ্দিন বলেন, আজ দুপুরে পাঁচজনের নামে মামলা দেওয়া হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।