বকশীগঞ্জে ফসলি জমিতে মাটি কাটা বন্ধে এসিল্যান্ডের অভিযান

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, কয়েকদিন থেকে একটি চক্র বকশীগঞ্জ পৌর এলাকার মাঝ পাড়া গ্রামে ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে করে মাটির ঊর্বরতা শক্তি নষ্ট ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়।
খবর পেয়ে শনিবার (২৫ জানুুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা মাঝ পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
এসময় ভেকু মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন।