অষ্টাদশ শতকের গয়না, কাঞ্চিপুরম শাড়ি পরে ট্রাম্পের পার্টিতে নজর কাড়লেন নীতা আম্বানি

ট্রাম্পের শপথগ্রহণের আগে ওয়াশিংটনে আয়োজিত বিশেষ নৈশ্যভোজে লাবণ্য ছড়ালেন ভারতীয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। শপথ অনুষ্ঠানের আগে বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিরা যখন ওয়াশিংটনে জড়ো হচ্ছিলেন, তখন নীতা আম্বানিকে মনোমুগ্ধকর বেশে উপস্থিত হতে দেখা যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, এ দিন ঐতিহ্যশালী কাঞ্চিপুরম শাড়ি ও ১৮ শতকের গয়নায় নজরকাড়া লুকে দেখা যায় নীতা আম্বানিকে। রুপালি-সোনালি জরির কাজের পাশাপাশি বেগুনি ও সবুজ পাড় দেওয়া নীতার কালো শাড়িটি ভারতীয় সংস্কৃতিকেই তুলে ধরে।

দক্ষিণ ভারতের এই বিখ্যাত সিল্ক শাড়িটিতে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবহনকারী ১০০টি নকশা। এছাড়াও রয়েছে বিভিন্ন দেব-দেবী ও মন্দিরের নকশা। ধর্মীয় মাহাত্ম্য ও ইতিহাসের ছোয়া, সমস্ত কিছুই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে গোটা শাড়িতে।

নীতার এই ভারতীয় সাজকে পূর্ণতা দেয় ১৮ শতকের গয়না। তিনি যে হারটি পরেছিলেন, তাতে রয়েছে বিশেষভাবে ডিজাইন করা একটি টিয়া পাখির লকেট। রুবি, মুক্ত, হিরে, পান্না ও আরও নানা বহুমূল্য রত্নখোচিত দুইশ বছরের পুরনো সোনার সেটটিও তৈরি করেছিলেন দক্ষিণ ভারতের কারিগররা। এই নকশা এখন ভারতে খুব একটা দেখাই যায় না।

অনুষ্ঠানে হালকা মেক-আপই পছন্দ ছিল নীতার। ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক ও কপালে কালো টিপে অনন্য হয়ে উঠেছিলেন তিনি। চুল বেঁধেছিলেন খোঁপা করে। সব কিছুর মিশেলে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নীতা যেভাবে সাজের মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরেছিলেন, তার প্রশংসা করছেন অনেকেই।

এদিকে, অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আম্বানি পরিবার। ভারত-যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তারা।