নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পবায় সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রকাশ গণ কেন্দ্র আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি’র মহাপরিচালক এবিএম শওকত ইকবাল শাহীন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,আইএমইডি’র মহাপরিচালক এবিএম শওকত ইকবাল শাহীন বলেন, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের আওতায় সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত করা হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতায় এসব কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার ফলে ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার সুফল পেতে শুরু করেছেন সাধারণ জনগণ। এই প্রকল্প চলবে ২০২৬ পর্যন্ত। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোহা. নাশির উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি’র পরিচালক মো. আনোয়ার ইমাম, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের পরিচালক এবিএম নাজমুল করিম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেনসহ এই প্রকল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ।#