স্বয়ং দর্শন

এনামুল হক টগর

সত্যবাণী বহনকারী সৎকর্মশীল ধৈর্যশীল ঈমানদাররাই দীনের উপর প্রতিষ্ঠিত।
আল্লাহ নবীর আনুগতরাই একটি দল বিশ্বমানবতার পথে অর্দশ কল্যাণে স্থিতি।
সত্যধর্মের বাস্তব জ্ঞান সালাত সাধনায় মহান স্রষ্টার সফল চৈতন্যের মহাজ্ঞান!
গুপ্তধন গুপ্তজ্ঞান তত্ত্বজ্ঞানের মহত্ত্বই বিশোধন আলোকপ্রাপ্ত হৃদয়ে তৃতীয় নয়ন!
আমিত্ব অহংকার হিংসা বিদ্বেষ ক্রোধ বর্জনই আত্মার অগ্ৰগতি অন্তরে আত্মার মহামিলন।
জ্ঞানীরা সুফলপ্রাপ্ত প্রেমে জ্যোতির্ময় সত্তায় মহা-চৈতন্যের কিরণে অনির্বাণ!
আমিত্ব যেখানে শেষ জ্ঞান সেখান থেকে শুরু শান্তির পথে পথে মানবতার পুষ্প উদ্যান।
সরল জ্ঞান আত্মায় অনাবিল সংস্কার মারফত প্রজ্ঞার ভেতর নিজ বাগিচায় গোলাপ নন্দন!
এক সময় ইবাদতের শেষ ধাপে অনাদি অব্যয় আধ্যাত্মিক উচ্চ মাকাম প্রেমতত্ত্বে চিরন্তন!
তথা প্রত্যক্ষ দর্শন কলবের গভীরেই তিনি রাহমানের রাহিম অনন্ত অক্ষয় প্রেম বন্ধন!
গুপ্তজ্ঞান রহস্যে প্রজ্বলিত প্রদীপে পুড়ে পুড়ে নফসের উপর পরিশুদ্ধ বিজয় স্রষ্টার দর্শন!
নূর মোহাম্মদ নূরে অবির্বাণ শিখায় মহাবিশ্বে রহমত স্বরূপ একত্ববাদ সত্য দীন!
আহাদ নূরে আহমদ গুণাগুণে মুহাম্মদ প্রকাশ নূরে অন্তযামী বিশ্বত্মার জ্ঞানে শায়খ জীবন!
কলব ভেদ রহস্যের ভেতরেই রুহের গুপ্তধন তপস্যায় গভীরে পরিচয় আইনুল ইয়াকিন!
নবীর নগরে আলীর দরজা নবীর তরিকায় বাইয়াত প্রতিশ্রুতি অলির সু-সংবাদ বন্ধন!
তথা নফসকে চিনতে পারলেই গুপ্তরহস্য স্রষ্টা দেখার রাস্তায় মহাপ্রভু চেনার আয়না!
ধ্যানে প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষাৎ মানবের ভেতরেই স্রষ্টার নিদর্শনে স্বয়ং পরিচয় দর্শন।
১৮/০১/২০২৫