গেল বছর বিপিএলের মাঠে মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবারও এই সুযোগ ছিল। কিন্তু সাকিব দেশে ফিরতে না পারায় সেটি আর দেখা যায়নি। বাংলাদেশের এই দুই ক্রিকেটার সতীর্থ হলেও দীর্ঘদিন ধরে বিপরীতমুখী অবস্থানে রয়েছেন।
সেটি অবশ্য মাঠের বাইরের ঘটনা, জাতীয় দলে একই জার্সিতে খেলেছেন, একই জুটিতে খেলেছেন। বিপরীতমুখী সম্পর্কের প্রভাব সেখানে পড়েনি। এবার বিপিএলে দুজনের দেখা না হলেও সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব-তামিমের।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের রায়পুরে শুরু হবে লিজেন্ড নাইন্টি লিগ। টি-টোয়েন্টির বদলে ৯০ বলের খেলা হওয়ায় এই টুর্নামেন্টের নামও এমন। এবারের আসরে বাংলাদেশ থেকে অনেকেই দল পেয়েছেন। এর মধ্যে সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। আর তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। দুজনেই এই লিগে খেললে মুখোমুখি দেখা হবে।
এ দিকে সাকিবের পাশাপাশি এই টুর্নামেন্টে নাম রয়েছে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকদের। তামিমের দলেই খেলবেন আশরাফুল। আর বিগ বয়েজে খেলবেন রাজ্জাক। ৭ দলের এই টুর্নামেন্ট চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে দেখা যাবে ক্রিস গেইল, সুরেশ রায়না, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, ইউসুফ পাঠান, শিখর ধাওয়ান, ডোয়েন ব্রাভো, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকাদের।