তারুণ্যের উৎসবে খানসামায় পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামায় পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড, স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পাকেরহাট জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল, জমির উদ্দিন শাহ বালিকা বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুণ, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. রিজওয়ানুল কবির, সিনিয়র স্টাফ নার্সগণ ও শিক্ষকরা।