বিজ্ঞান মেলায় প্রথম হওয়ায় শিক্ষার্থীদের সংর্বধনা দিলো শিক্ষকরা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলায় দিনাজপুরের খানসামা উপজেলায় প্রকল্প প্রদর্শনীতে উপজেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করায় ভাবকী ইউনিয়নের কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শিক্ষক ও সহপাঠীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ওই স্কুল ক্যাম্পাসে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু আলী, কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সোমবার (১৩ নভেম্বর ) খানসামা উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলায় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাঁদের উদ্ভাবনী প্রদর্শন করে। এতে কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্রাই নদীকে কেন্দ্র করে উন্নয়ন প্রকল্প ও কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত করতে একটি প্রকল্প উপস্থাপন করেন। যেটি বিজ্ঞান মেলায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু আলী বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত। সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ রইলো। সেই সাথে এমন সাফল্য ধরে রাখতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।