কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামরুল হাসান, টাঙ্গাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজনটি এক মিলনমেলার রূপ নেয়।

১৫ জানুয়ারি, বুধবার, সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, কুচকাওয়াজ প্রদর্শন, মশাল প্রজ্বালন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন এবং উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমির হোসেন, এবং ঘাটাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ নানা ইভেন্টে অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি শাহাদাত হুসেইন বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা কেবল শারীরিক দক্ষতার উন্নয়ন নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।”

উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের এই আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিনব্যাপী এই আয়োজন বিদ্যালয় ও আশেপাশের এলাকাকে উৎসবমুখর করে তোলে। শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ এবং আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।