ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব

আবদুর রহমান ||
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- মহান আল্লাহ তায়ালা আমাদের উপর কিছু কিছু বিধান ফরজ করে দিয়েছেন। তার মধ্যে পর্দা অন্যতম একটি বিধান। বর্তমানে আমাদের সমাজে এর প্রচলন নাই বললেই চলে। অথচ প্রাপ্তবয়স্ক সকল পুরুষ ও নারীর ওপর পর্দার হুকুম পালন করা ফরজ। এই বিধান পালনের মাধ্যমে সমাজে আল্লাহর রহমত নেমে আসে। সমাজে নেমে আসে প্রশান্তির ছায়া। এছাড়াও পর্দার বিধান পালনের মাধ্যমে সমাজ থেকে জেনা-ব্যাভিচার, ধর্ষণ ইত্যাদির মত মারাত্মক অপরাধ থেকে জাতি পরিত্রান পাবে।

গতকাল বরগুনা জেলার তালতলী উপজেলাধীন তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।